রাজশাহী মেট্রোপলিটন এর নতুন কমিশনার জিল্লুর রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ানকে প্রত্যাহার করা হয়েছে। নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. জিল্লুর রহমানকে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন নিয়োগের ফলে জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হবেন। একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাজশাহীতে ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

মোহাম্মদ আবু সুফিয়ান গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। নতুন এ পরিবর্তনের মাধ্যমে রাজশাহীর পুলিশ প্রশাসনে নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হলো।