এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগে পুলিশ সুপারকে দণ্ড
পুলিশ সুপার হতে এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে সরকার ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: শীশা বারে হত্যাকাণ্ডের জেরে চাঁদার হার দ্বিগুন করেছেন বনানী থানার ওসি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিতভাবে রবিউল মুন্সীকে ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি।
আরও পড়ুন: ‘ম্যারেজ সংস্থার’ আড়ালে নারীদের সর্বনাশ, মুফতি কাসেমী গ্রেফতার
এরপর গত বছরের ৯ নভেম্বর নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর আব্দুল হান্নান ও তার অধীনস্থ ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়া এলাকায় ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকার ফেরতের জন্য স্বহস্তে লিখিত দলিল গ্রহণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হান্নান সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে কথোপকথনের সময় বদলি সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত কাজে পুলিশ ব্যবহার স্বীকার করেছেন। পরে কথোপকথন প্রকাশ হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
উভয়পক্ষের শুনানি শেষে তদন্ত ও শোনা নোটিশের ভিত্তিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড প্রদান করা হয়েছে।





