চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, নেপথ্যে চাঁদা দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় উপস্থিত থাকলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

পুলিশ জানায়, চাঁদা না পাওয়ার জেরে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর নির্দেশে তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুজিবুর রহমান ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় রেস্তোরাঁকর্মী গ্রেপ্তার

স্মার্ট গ্রুপের পোশাক, টেক্সটাইল, জ্বালানি ও রিয়েল এস্টেট খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রায় দেড় মাস আগে দুবাইভিত্তিক একটি নম্বর থেকে তাকে ফোন করে সাজ্জাদ আলীর পরিচয় দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি তিনি গুরুত্ব না দেওয়ায় কাউকে জানাননি। হামলার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সকাল আনুমানিক ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে মুখোশধারী আটজন সন্ত্রাসী এসে বাড়ির সামনে ও পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গেট ও পেছনের দেয়ালে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার জন্য ভয়ভীতি দেখাতেই এই গুলিবর্ষণ করা হয়েছে। ঘটনার সঙ্গে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের সম্পৃক্ততা তদন্ত করে দেখা হচ্ছে।