৮ লাখের বেশি কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার

চলতি ২০২২-২৩ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। সেই সঙ্গে ৫ লাখ ২০ হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বৈদেশিক চাকরির বাজারের চাহিদা মেটাতে আরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দিতে সরকার দেশের বিভিন্ন স্থানে ১০০টি কারিগরি সেন্টার চালু করবে।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে বেড়ে ৬ টাকা, পাম অয়েলের দামও বৃদ্ধি
একটি সরকারি নথি অনুসারে, কর্মীদের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া এবং বিদেশে তাদের আরও ভালো চাকরির নিশ্চিত করা প্রয়োজন।
এ লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেরিন প্রযুক্তি ইনস্টিটিউটের সবধরনের প্রশিক্ষণ কর্মসূচি গত অর্থবছর (২০২১-২২) থেকে জাতীয়, কারিগরি, বৃত্তিমূলক যোগ্যতা ফ্রেমওয়ার্কের (এনটিভিকিউএফ) অধীনে পরিচালিত হয়।
আরও পড়ুন: ৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা
বিদেশের শ্রমবাজের বাংলাদেশি শ্রমিক আয় বাড়ানোর জন্য রিকগনিশন অব প্রায়োর লার্নিং (আরপিএল) কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ৪৩টি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) বিদেশি ভাষা শেখানোর কোর্স চালু হয়েছে।