বিশ্ববাজারে গমের ব্যাপক মূল্য হ্রাস

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে এ সপ্তাহে কমে গেছে গমের দাম। এর ফলে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে গমের ব্যাপক সরবরাহ বেড়েছে। বিশ্বের শীর্ষ দুই উৎপাদক যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রতিযোগিতা করে সস্তায় ভোগ্যপণ্যটি রপ্তানি করছে। তাতে চাপে পড়েছে খাদ্যশস্যটির বৈশ্বিক বাজার।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে বেড়ে ৬ টাকা, পাম অয়েলের দামও বৃদ্ধি

আলোচ্য সপ্তাহে সিবিওটিতে গমের মূল্য হ্রাস পেয়েছে ৬ শতাংশ। প্রতি বুশেলের দর রয়েছে ৫ ডলার ৫০ সেন্টে। ২০২০ সালের ডিসেম্বরের পর যা প্রায় সবচেয়ে কম। চলতি সপ্তাহের সবশেষ কার্যদিবসেও সিবিওটিতে গমের দাম কমেছে। এ নিয়ে টানা ২ সপ্তাহ বেঞ্চমার্কটির দর নিম্নগামী রয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক কমনওয়েলথ ব্যাংকের বিশ্লেষক ডেনিস ভোজনেসেনস্কি বলেন, চলতি বছর গমের মূল্য নিম্নমুখী থাকবে বলে আমরা আশা করছি। আসন্ন বিপণন বর্ষে বিশ্বজুড়ে মজুত বাড়বে। ফলে খাদ্যশস্যটির দরে নিম্নমুখিতা সৃষ্টি হবে।

আরও পড়ুন: ৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

বিশ্বের শীর্ষ গম আমদানিকারক চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। তবে সাম্প্রতিক সময়ে সেসব দেশে পণ্যটির আমদানি কমেছে। ফলে মজুত বেড়ে চলেছে। সঙ্গত কারণে দাম কমেছে। এছাড়া বিশ্বের বৃহৎ উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিলে রেকর্ড গম উৎপন্ন হয়েছে। পাল্লা দিয়ে খাদ্যপণ্যটি বিশ্ববাজারে রপ্তানি করছে তারা। ফলে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই দরপতন ঘটেছে।