দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল সোনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সর্বোচ্চ ভরিপ্রতি ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম দুই লাখ ২২ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলের ওপর নির্ভরশীল: গভর্নর

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম পুনর্র্নিধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় উল্লম্ফনও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বৈশ্বিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী,

আরও পড়ুন: বিদেশে পাচার অর্থ উদ্ধারে ৬৬,১৪৬ হাজার কোটি টাকার সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ

* ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা,

* ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা,

* ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা,

* এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে,

* ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা,

* ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭২৪ টাকা,

* ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৮২ টাকা,

* এবং সনাতন পদ্ধতির রুপার ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব অব্যাহত থাকলে স্বর্ণবাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।