তীব্র তাপপ্রবাহের কারণে মাদরাসা বন্ধ ঘোষণা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:১২ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজের পর এবার দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসাও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

শনিবার (২০ এপ্রিল) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন