চুয়েট, রুয়েট ও কুয়েটের ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশন স্থগিত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে।

ভর্তি পরীক্ষা ও ওরিয়েন্টেশনের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক ঘোষণায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত করা হয়েছে।

এছাড়াও, আগামী ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভর্তি পরীক্ষার চতুর্থ ধাপ। কিন্তু অনিবার্য কারণে সেটিও স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন

নতুন ভর্তির তারিখ এবং ওরিয়েন্টেশনের তথ্য শিক্ষার্থীদের SMS ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও ঘোষণায় জানানো হয়েছে।