চবিতে জুম্ম শিক্ষার্থী পরিবারের বাজিমাত: চলতি বছর পচিশ উর্ধ্ব শিক্ষার্থীর সফলতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কর্তৃক পরিচালিত ‘কোচিং প্রোগ্রাম’ থেকে এ বছর পঁচিশ ঊর্ধ্ব শিক্ষার্থী দেশের স্বনামধন্য চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত এক ঝাঁক পাহাড়ি প্রগতিশীল মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। পিছিয়ে পড়া পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য সহযোগিতার উদ্দেশ্যে সংগঠনটির দ্বারা ২০২২ সাল থেকে এই ভর্তি কোচিং প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। গত ৪ বছরে উক্ত কোচিং প্রোগ্রাম থেকে প্রায় ১২০ এর অধিক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে অধ্যায়ন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কোচিং প্রোগ্রাম ছাড়াও পার্বত্য চট্টগ্রামে শিক্ষার আলো সম্প্রসারণে এডুকেশন ক্যাম্পেইন ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারও করে আসছে যাতে করে পাহাড়ি দুর্গম এলাকার লোকেরা শিক্ষার প্রতি আরও সচেতন হয়।
আরও পড়ুন: রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ: উমামা ফাতেমা
এ বিষয়ে কোচিং প্রোগ্রামটির পরিচালনা কমিটির বর্তমান সদস্য সচিব সুদর্শন চাকমা বলেন, ভর্তি কোচিং প্রোগ্রামটি মূলত পার্বত্য চট্টগ্রামের মেধাবী, অর্থনৈতিকভাবে দুর্বল এবং উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক জুম্ম শিক্ষার্থীদের জন্য। পাহাড়ে অর্থনৈতিক অবস্থা ভালো না। অধিক টাকা খরচ করে বানিজ্যিক কোচিং সেন্টারে পড়ানোর মতো সামর্থ্য দরিদ্র জুমিয়া পরিবারের নেই। ফলে মেধাবী হওয়া সত্ত্বেও অনেক পাহাড়ি শিক্ষার্থী সঠিক গাইডলাইনের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এটা অনুধাবন করেই আমরা কোচিং প্রোগ্রামটি চালু করি। যাতে উচ্চ শিক্ষা হতে পাহাড়ি জনপদ বঞ্চিত না হয়।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ জালিয়াতি: নজরুল বিশ্ববিদ্যালয়ে আটক ৩
প্রোগ্রামটির শিক্ষার্থী ২০২৪-২৫ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া সুনেন্টু চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পুরো সময়জুড়ে বটগাছের মতো ছায়া দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ভাইরা। আর্থিক দৈন্যতা যে পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরে দূরীভূত করা যায় এই অনুপ্রেরণা আমি এখান থেকেই পেয়েছি।
প্রোগ্রামটির আরেক শিক্ষার্থী ২০২৪-২০২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্কন ও চিত্রায়ন বিভাগে ভর্তি হওয়া সিম্ফনি চাকমা বলেন, মাঝেমধ্যেই হাল ছেড়ে দিতাম, ভাবতাম আমি কি পারবো! কিন্তু তখনই আমাদের সিনিয়ররা আমাকে অনুপ্রাণিত করেছে ও আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কোচিং প্রোগ্রামের মেন্টররা যেভাবে আন্তরিকতার সহিত আমাকে হাতে কলমে সাহায্য করেছেন তা ভুলার মতো না। তাদের পরিশ্রমেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি।
প্রোগ্রামটির আরেক শিক্ষার্থী ২০২৪-২০২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগে ভর্তি হওয়া উথোয়াইচিং মারমা বলেন, যেভাবে গাছকে পানি সতেজ করে, তেমনই আমায় আত্মবিশ্বাসী করে তুলেছিল আমার প্রানপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের ভাইয়া ও আপুরা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।