চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক
চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছে। (৪ নভেম্বর) মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদেরকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের একাউন্টস অফিসার উত্তম সাহা জানান, ঐ দুই নারী তাদের অফিসে ডিএডি জাহাঙ্গীর আলম এর রুমে যায় পাসপোর্ট এর জন্য। পরে জাহাঙ্গীর আলম তাঁদেরকে কিছু প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারেন নি। পরে তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হলে দেখা যায় তারা ভালোভাবে বাংলা বলতে পারেননি এবং কথার উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: শরীয়তপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
এরপর তারা চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাঁদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে আটক করে নিয়ে এসেছি। তাঁরা যে ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন সেখানে তাদেরকে নিয়ে পৌঁছে দিতে হবে। এরপর সেখানে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তবে, রোহিঙ্গা দুই নারী কাদের মাধ্যমে এসেছেন এই বিষয়ে তাঁদের সাথে কথা বললে তারা বিষয়টি এড়িয়ে যান ।
আরও পড়ুন: খেয়াঘাটের ভাড়া নিয়ে টেঁটাযুদ্ধের পর প্রশাসনের টনক নড়েছে





