শরীয়তপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে দরিদ্র অসহায়সহ সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়। এই কর্মসূচির আয়োজন করে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন, এবং সার্বিক তত্ত্বাবধান করে ৯৯ কম্পোজিট ব্রিগেড।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন পদ্মা সেনানিবাস ও সাভার সিএমএইচ থেকে আগত ৫ জন চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন মেজর স্নিগ্ধা ইএনটি বিশেষজ্ঞ, মেজর সাকিব চর্ম ও স্কিন বিশেষজ্ঞ, মেজর ফয়সাল মেডিসিন বিশেষজ্ঞ, ক্যাপ্টেন মবিন শিশু রোগ বিশেষজ্ঞ, ক্যাপ্টেন নিশাদ গাইনী বিশেষজ্ঞ।

আরও পড়ুন: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত, আহত ২

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সেনাবাহিনীর এমন উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত ভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেবা মূলক এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

আরও পড়ুন: খেয়াঘাটের ভাড়া নিয়ে টেঁটাযুদ্ধের পর প্রশাসনের টনক নড়েছে