সর্বপ্রথম ডাকসুর আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করল ছাত্রদল

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথম আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহার পাঠ করেন।

মোট ১০ দফা প্রতিশ্রুতির ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ডিজিটাল সুবিধা ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের

ইশতেহারের মূল দিকগুলো হলো—

১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, নিরাপদ ও আনন্দময় ক্যাম্পাস গড়ে তোলা।

আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি।

৩. শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিতকরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা বৃদ্ধি।

৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন।

৫. পরিবহন সংকট সমাধানে ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু।

৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের সুযোগ।

৭. ক্রীড়া, সংস্কৃতি ও গঠনমূলক কাজে তরুণদের সম্পৃক্তকরণ।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস।

১০. কার্যকর ডাকসু গঠন এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি।

সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান বলেন, “আমরা এমন একটি ডাকসু চাই, যা শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।”

আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। এরই মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।