প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা, সংস্কারের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি পুলিশ সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে যাত্রা শুরুর সময় এ ঘটনা ঘটে। হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন বলে দাবি করেছে সংগঠনটি।

আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলাকারী অতিউৎসাহী পুলিশদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের দাবি নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সমাধান কেবল আলোচনার টেবিলেই সম্ভব। বলপ্রয়োগ কেবল ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি।”

সংগঠনটি মনে করে, শিক্ষার্থীদের মতপ্রকাশ ও সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার বলপ্রয়োগের মাধ্যমে দমন করার প্রবণতা উদ্বেগজনক। তারা অভিযোগ করে, অভ্যুত্থান-পরবর্তী সময়েও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশি দমন-পীড়ন চালানো হচ্ছে, যা ‘নতুন বাংলাদেশ’-এর চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

বিবৃতিতে আরও বলা হয়, “অভ্যুত্থান-পরবর্তী অন্যতম জনআকাঙ্ক্ষা ছিল পুলিশ সংস্কার। যদিও পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তবে এর কোনো দৃশ্যমান কার্যক্রম এখনো চোখে পড়েনি। তাই অবিলম্বে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি দমননীতি পরিহার করে শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপ চালুর মাধ্যমে একটি টেকসই ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে।