অবশেষে শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা ধরে চলা এই গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে সমাপ্ত হয় বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।
এই দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে অধৈর্য্য দেখা দিলেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, চূড়ান্ত ফলাফল শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস
এর আগে সকাল ১০টার দিকে কমিশনার লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানান, দুপুরের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হবে। তিনি বলেন, ইতোমধ্যে ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি ছয়টি হলের গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।
শনিবার সকাল ১১টা পর্যন্ত ১৬টি হলের ফলাফল গোনা শেষ হয়, আর বাকি ৫টি হলে গণনা চলছিল। একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের ভোটও গণনা হচ্ছিল।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে ওএমআর মেশিনে গণনার কথা থাকলেও, সরবরাহ জটিলতা ও ছাত্র সংগঠনগুলোর অভিযোগের কারণে ব্যালট হাতে গোনা হয়। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর শুরু হয় গণনা, যা তৃতীয় দিনে গিয়ে শেষ হলো।