শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি: ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সময়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ৬ নির্দেশনা মাউশির
আদেশে বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব উদযাপন নিশ্চিত করার জন্য এই সময়কালে কোনো পরীক্ষার দিন ধার্য না করার অনুরোধ জানানো হলো।
আরও পড়ুন: ডাকসুর উদ্যোগে প্রতিমাসে আয়োজিত হবে মেডিকেল ক্যাম্প
এর ফলে হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি উপভোগ করবেন।