১২ ডিসেম্বর সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রথমবারের মত যুক্ত হচ্ছে লিখিত অংশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আসছে। প্রচলিত এমসিকিউ (বহুনির্বাচনি প্রশ্ন)-এর পাশাপাশি এবার প্রথমবারের মতো লিখিত অংশও যুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে পুলিশের ব্যারিকেড
“লিখিত অংশটি সীমিত পরিসরে থাকবে। প্রাথমিকভাবে ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন রাখার বিষয়ে ভাবা হচ্ছে,” বলেন ডা. নাজমুল ইসলাম। তিনি আরও জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বৈঠকে বিএমডিসির সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল, দাবি করছেন আজীবন ভাতা
এদিকে ভর্তি পরীক্ষার আবেদন, সময়সূচি ও নির্দেশনাসহ বিস্তারিত তথ্য পরীক্ষার দেড় মাস আগে প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদফতর।