নিষিদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: সাদিক কায়েম

Sadek Ali
শাহরিয়ার ইসলাম,ঢাবি
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদেক কায়েম দেশের ‘মুক্তিকামী ছাত্র-জনতাকে' তিনি রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত গোষ্ঠীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘রান উইথ জবি শিবির’ শীর্ষক দৌড় কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সকালে সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া দৌড় কর্মসূচিতে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। ক্যাম্পাস থেকে বের হয়ে মিছিলটি কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সাদেক কায়েম বলেন, অতীত সরকার এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তার দাবি, রাজনৈতিক অস্থিরতার সময় দায়ী হিসেবে চিহ্নিত ব্যক্তিরা এখনও বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: ১৬ জুলাই আমাদেরকে স্টাম্প এবং পাইপ সরবরাহ করেছিল ছাত্রশিবিরের ছেলেরা: এবি জুবায়ের

তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার অভিযোগ থাকা নিষিদ্ধ দল বা সংগঠন ভবিষ্যতে যেন পুনরায় সক্রিয় হতে না পারে, সে বিষয়ে ছাত্রসমাজকে সতর্ক থাকতে হবে। তার ভাষায়,

এদের রাষ্ট্র ও সমাজ থেকে সমূলে উচ্ছেদ করতে হবে।

ডাকসু ভিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন পেছানোর বিষয়ে মন্তব্য করে বলেন, সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, এটা কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্ত মনে হচ্ছে। আমরা চাই না শিক্ষক-ছাত্র সংঘাত তৈরি হোক।

কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, তরুণেরা দেশের জন্য কিছু করতে চাইলে তাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, অতীত রাজনৈতিক পরিবেশে ক্যাম্পাসে এমন জনভিত্তিক কর্মসূচি আয়োজনের সুযোগ অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে।

অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।