দায়িত্বে অবহেলায় ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর রাতে দায়িত্বকালীন সময়ে অনুপস্থিত থাকার কারণে তাদের এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া প্রহরীরা হলেন— মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগ) এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)।

আরও পড়ুন: চবিতে নীতিমালার তোয়াক্কা না করেই জামায়াতপন্থীদের পদোন্নতি

জানা যায়, বরখাস্তকৃত প্রহরীরা ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা দায়িত্বে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম হঠাৎ পরিদর্শনে গিয়ে তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পায়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, দায়িত্বে গাফিলতির বিষয়ে শূন্যসহিষ্ণু নীতি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এমন অবহেলার ঘটনায় আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ