উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাতে আইএসডি’র উইন্টার ফেয়ার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীতের আবহকে সামনে রেখে শীতকালীন মেলার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র বার্ষিক এ আয়োজন, ‘উইন্টার ফেয়ার’, রাজধানীর বসুন্ধরায় স্কুলটির ক্যাম্পাসে আগামী ২৯ নভেম্বর (শনিবার), বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবের আমেজ ও ঐক্যবদ্ধ থাকার চেতনা নিয়ে মেলায় থাকবে বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম।

মেলায় আয়োজন করা হবে মনোমুগ্ধকর নানা পরিবেশনা, থাকবে বিভিন্ন স্টল ও সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং টিকিট মেলার দিনে স্কুলের প্রধান গেট থেকে কেনা যাবে। মেলার প্রধান আকর্ষণের মধ্যে থাকবে আইএসডি শিক্ষার্থীদের লাইভ পারফরম্যান্স এবং ব্ল্যাক জ্যাং ও তার ব্যান্ডের পরিবেশনা।

আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এ আয়োজন নিয়ে আইএসডি’র ডিরেক্টর স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, “উইন্টার ফেয়ার আমাদের স্কুলের অন্যতম বার্ষিক আয়োজন। এ আয়োজন আইএসডি’র সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন। প্রাণবন্ত এ আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন; তারা একসাথে হয়ে সারাদিন গান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করেন এবং উৎসবমুখর পরিবেশে শীতের আমেজ উদযাপন করেন। এ আয়োজনকে সত্যিকার অর্থেই বিশেষ করে তুলতে ‘উইন্টার ফেয়ার’-এ আসার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই।”

উইন্টার ফেয়ার আয়োজনে স্পনসর হিসেবে সহযোগিতা করেছে কমার্শিয়াল ব্যাংক (টাইটেল স্পনসর), ইউনাইটেড হেলথকেয়ার ও বসুন্ধরা টিস্যু (গোল্ড স্পনসর), বঙ্গস, লং বিচ হোটেল কক্সবাজার ও বক্সলাইট (সিলভার স্পনসর) এবং হাইপার প্লেগ্রাউন্ডস (অ্যাক্টিভিটি পার্টনার)।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা