ঢাকায় কমছে দিনের তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা নিচের দিকে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে আংশিক মেঘ থাকলেও সারাদিন আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রায় সামান্য পতন লক্ষ্য করা যেতে পারে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধেয়ে আসছে, বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতা ৮৪ শতাংশ। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকাল ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।

এছাড়া সোমবার প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: সাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রার পরিবর্তন