জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তা বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে একযোগে বদলি করা হয়েছে ৫১ জন নির্বাচন কর্মকর্তাকে।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ৯৮ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৯ লাখের বেশি কর্মকর্তা

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন—এই তিন কর্মকর্তার বদলি আদেশ সংশোধন করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ অবমুক্ত না হলে ২৩ জুলাই থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন: আগামী নির্বাচনে ‘না ভোট’ থাকছে: নির্বাচন কমিশনার

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে মাঠ প্রশাসনকে আরও গতিশীল ও নিরপেক্ষ করতে এই রদবদল কার্যক্রম চলছে।