১৩তম জাতীয় সংসদ নির্বাচন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ২.২৯%, আর নারী ভোটারের বৃদ্ধি হয়েছে ৪.১৬%।

আরও পড়ুন: ইসির ৯ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

এর আগে গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, যেখানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। সেই তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

নির্বাচন কমিশন বলছে, চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশব্যাপী ভোটকেন্দ্রের প্রস্তুতি ও অন্যান্য নির্বাচনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।