ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে ভোট উৎসব। এদিন ৩০০ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট একসঙ্গেই আয়োজন করা হবে।
আরও পড়ুন: ভোটের সময় বাড়ল ১ ঘণ্টা, তফসিল ঘোষণা করলেন সিইসি
সিইসি আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ২৯ ডিসেম্বর থেকে। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৪ জানুয়ারি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে ২১ জানুয়ারি এবং ওইদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি গণসংযোগ ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তথা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। ভোট ১২ জানুয়ারি।
এ ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক নির্বাচনি প্রক্রিয়া শুরু হলো।
আরও পড়ুন: ভোট পর্যন্ত প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট





