এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ
নোয়াখালীর ২৪৩টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন ও কর্মবিরতি কর্মসূচির কারণে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংশ্লিষ্ট সব শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে এই নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক।
আরও পড়ুন: অবরোধের পাঁচ ঘণ্টা পর পুলিশের আলোচনার পরামর্শ, রাজি নয় শিক্ষার্থীরা
তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা নেননি। বরং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে। নোটিশে এই আচরণকে দায়িত্বহীন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি সরকারি কর্মচারী আইন ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। তবে ইতোমধ্যে শিক্ষকরা কর্মসূচি স্থগিত করেছেন এবং রোববার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ





