‘ইনফিনিটি ২’ নিয়ে ফিরছেন শরিফুল রাজ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১১ জুন ২০২৩ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ আসছেন ওটিটিতে ‘ইনফিনিটি ২’ নিয়ে। ‘পরান’ ও ‘হাওয়া’ সিনেমার আলোচিত নায়ক শরিফুল রাজের সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’ আসন্ন ঈদ-উল-আযহায় বিঞ্জে মুক্তি পাবে। ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল ২০২০ সালে।

এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করেছিল রাজ। যেখানে দেখা মিলেছিল, রাজের মামার হত্যাকারী এজেন্ট চিফ সুমন আনোয়ার নিজ কক্ষে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প এখান থেকেই শুরু।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

চিত্রনাট্য লিখেছেন ম্যাক্স রাহমান। সিরিজটির পরিচালক মেহেদি হাসিব। এবারের সিজন প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবে দর্শকরা।’

শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

নায়ক শরিফুল রাজের সঙ্গে এই সিরিজে অন্য অভিনয় শিল্পীরা হলেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ চরিত্রে আছেন এস এন জনি ও সামিয়া অথৈ।