‘প্রিয়তমা’র পর হিমেলের নতুন সিনেমা ‘রাজকুমার’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৩ | আপডেট: ৮:১১ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটক ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং স্ক্রিপ্ট লেখক হিমেল আশরাফ পরিচালিত প্রথম চলচ্চিত্র সুলতানা বিবিয়ানা। আর ২য় সিনেমা ‘প্রিয়তমা’। এই সিনেমার মাধ্যমে একজন সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে ইতিমধ্যেই ঢালিউডে আসন তৈরি করে ফেলেছেন হিমেল। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার রোমান্টিক-এ্যাকশন চলচ্চিত্র ‘প্রিয়তমা’ এখনো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝেই হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।

সোমবার (২৪ জুলাই) হিমেল তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুখবরটি ভক্তদের জানিয়েছেন। পোস্টে হিমেল জানিয়েছেন তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। এছাড়া জানা গেছে নির্মাণের পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

হিমেল আশরাফের ‘প্রিয়তমা’য় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। 

এদিকে, বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সুপারহিট সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র আয়ের রেকর্ড ভেঙেছে ‘প্রিয়তমা’। ১৯৮৯ সালে নির্মিত ‘বেদের মেয়ে জোসনা’র আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। তোজাম্মেল হক বকুলের পরিচালনায় সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। আর ‘প্রিয়তমা’র হিসেব বলছে, সম্প্রতি সিনেমাটি ২০ কোটির ঘর পার করে আছে ২৫ কোটির কাছাকাছি।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকার পাশাপাশি কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই।