রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫১ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রজনীকান্ত অভিনীত দক্ষিণী সিনেমা ‘কুলি গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। ইতিমধ্যে ৫০০ কোটির ব্যবসা করেছে অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমা।

আরও পড়ুন: ‘বৌদি’ শব্দটি এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়: স্বস্তিকা

সিনেমায় বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা দেখিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পাশাপাশি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকেও দেখা গেছে ক্যামিও চরিত্রে। তিনি অভিনয় করেছেন ‘দহ’ নামের চরিত্রে।

আরও পড়ুন: প্রকাশ্যে এলো ক্যাটরিনার বেবি বাম্পের ছবি !

তবে সম্প্রতি এই চরিত্রকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। নেটিজেনদের দাবি, ভাইরাল হওয়া একটি আর্টিকেলে আমির নাকি বলেছেন—‘কুলি’-তে অভিনয় করা তার জীবনের একটি বড় ভুল। এ নিয়েই শুরু হয় জল্পনা।

অবশেষে এই গুঞ্জনে জল ঢেলেছে আমির খানের টিম। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, আমির এমন কোনো মন্তব্য কখনোই করেননি, কোনো সাক্ষাৎকারেও এমন উক্তি দেননি।

ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। রাফ অ্যান্ড টাফ লুকে তাকে দেখা যায়সাদা-কালো ছবিতে চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন তিনি। তার এই ভিন্নরূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা।