পরীমণির নতুন খোলামেলা স্বীকারোক্তি

আমি আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমণি

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি এবার হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এর দশম পর্বে। প্রায় ১০০ মিনিটের এই দীর্ঘ কথোপকথনে তিনি জীবনের এমন কিছু দিক উন্মোচন করেছেন, যা আগে কখনো প্রকাশ করেননি।

পডকাস্টে পরীমণি বলেন, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন। সন্তানদের কথা ভেবেই এই পরিবর্তন এসেছে। অভিনেত্রীর ভাষায়, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

মজা করে তিনি আরও বলেন, বর্তমানে পুণ্য ও প্রিয়মের মা হলেও ভবিষ্যতে ১০০ সন্তান লালন-পালনের স্বপ্ন দেখেন। তার ভাষায়, আল্লাহ আমাদের বড়লোক করুন, যাতে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। ব্যক্তি পরীমণি ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে কখনো ব্যর্থ হব না।

কথোপকথনের ফাঁকে নায়িকা জানান, অভিনয়ে আসার আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে পালিয়ে গিয়ে আর নাচ শেখার ক্লাসে ফিরে যাননি।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান এবং প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।