সুখের মাঝে দুঃখের সংবাদ দিলেন বিজয় দেবরকোণ্ডা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার শিকার হয়েছেন বিজয়। সোমবার সন্ধ্যায় ভারতের জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালি এলাকায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ (Twitter) হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।
বিজয় লেখেন, সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।”
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে, রাশমিকা মান্দানার সঙ্গে বিজয়ের বাগদানের খবর বর্তমানে ভারতীয় বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সম্প্রতি একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে
সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা ও বাবা-মা গোবর্ধন রাও এবং মাধবীকে সঙ্গে নিয়ে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে বিজয়ের হাতে থাকা একটি আংটি দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধরে নিচ্ছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে তারা ‘ডিয়ার কমরেড’ ছবিতেও জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর থেকে তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়, যা এবার বাগদানের পর্যায়ে পৌঁছাতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।