অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে অবিলম্বে ভর্তি করার পরামর্শ দেন।
আরও পড়ুন: শাহরুখ খানকে নিয়ে নাসিরুদ্দিন শাহের মন্তব্যে বলিউডে বিতর্ক
বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক, এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: লাল শাড়িতে গ্ল্যামারাস লুকে উত্তাপ ছড়ালেন মিমি চক্রবর্তী
‘ব্যাচেলর’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা এই গুণী অভিনেতার অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। তার সহকর্মী, পরিবার ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন।
উল্লেখ্য, হাসান মাসুদ অভিনয়ের পাশাপাশি সংগীত ও লেখালেখিতেও সক্রিয় ছিলেন। তার পেশাদারিত্ব ও সংলাপ বলার অনন্য ভঙ্গি তাকে দেশের অন্যতম বহুল প্রশংসিত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।





