বিশ্বনন্দিত গায়িকা রুনা লায়লার জন্মদিন আজ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ সোমবার, বাংলাদেশের এবং বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিন তিনি উদযাপন করবেন পরিবারের সান্নিধ্যে। জন্মদিনকে ঘিরে বিশদভাবে মন্তব্য করে রুনা লায়লা বলেন, “এই সময়ে জন্মদিন মূলত পরিবারের সদস্যদের নিয়েই উদযাপন করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। ছোটবেলার জন্মদিনগুলো এখনও মনে পড়ে, বিশেষ করে মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার খাবার রান্না করতেন—সেগুলোই মনে বিশেষভাবে রেখেছে।”

রুনা লায়লা আরও বলেন, “সংগীত জীবনের চলার পথে ৬০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই পথচলায় আমার বাবা-মা, বড় বোন দীনা লায়লা এবং পরিবারের সাপোর্ট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা না থাকলে এতদূর আসা সম্ভব হতো না। হাজার হাজার গান করেছি, কখনো কঠিন মনে হয়েছে, কখনো রেকর্ডিং চ্যালেঞ্জিং। কিন্তু সেই গানগুলো গাইতে গিয়ে নতুন কিছু শিখেছি, নিজেকে নতুনভাবে গড়ে তুলেছি। এখনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আর মানুষের অশেষ ভালোবাসা পেয়েছি, সেই কারণে আজ এখানে পৌঁছেছি।”

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

বিগত কয়েক বছর ধরে রুনা লায়লার জন্মদিনে এই প্রজন্মের শিল্পীরা বিশেষ আয়োজন করতেন। তবে এবার দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনায় রুনা লায়লা বর্ণাঢ্য আয়োজন থেকে বিরত থাকলেন।

রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ প্রকাশিত হলো আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা ‘মায়ার সিংহাসন’ উপন্যাস। উপন্যাসে তুলে ধরা হয়েছে বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম এবং কিংবদন্তি শিল্পী হয়ে ওঠার গল্প। প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

৬০ বছরের দীর্ঘ সংগীত জীবনে রুনা লায়লা মোট ১৮টি ভাষায় গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি এবং ইংরেজি। তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ সম্প্রতি নতুনভাবে পরিবেশিত হয়েছে কোক স্টুডিও বাংলার প্ল্যাটফর্মে। গানটি প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে, রবিবার। তৃতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল যে নতুন সিজনে গান গাইবেন রুনা লায়লা, কিন্তু গানটির নাম গোপন ছিল। গত ১৪ নভেম্বর টিজার প্রকাশের পর অবশেষে পুরো গানটি উন্মোচিত হলো।

রুনা লায়লার দীর্ঘ সংগীত জীবন, পারিবারিক ভালোবাসা, এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযুক্তি আজও তাকে দর্শকপ্রিয় করে রেখেছে।