বিশ্বজুড়ে সাংবাদিকতা বিপজ্জনক হয়ে উঠছে : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বিশ্বজুড়ে সাংবাদিকতা ক্রমশ কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, সাংবাদিকরা তাদের দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা জানিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
গতকাল (বুধবার) সন্ধ্যায় নিজ বাসভবনে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
কূটনৈতিক সংবাদদাতাদের কাজের জন্য নিজের কৃতজ্ঞতার কথাও জানান তিনি।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
পিটার হাস সাংবাদিকদের বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, এবং ক্রমবর্ধমানভাবে সারা বিশ্বে এটি কঠিন এবং বিপজ্জনক পেশা হয়ে উঠছে।
অন্যান্য মিশনের বিদেশি কূটনীতিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস