করোনায় মানুষের আয়ুষ্কাল কমেছে ৩৩ কোটি ৭০ লাখ বছর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, কোভিড-১৯ মহামারির দুই বছরে প্রায় ৩৩ কোটি ৭০ লাখ জীবন বছর হারিয়ে গেছে। লাখ লাখ মানুষের অকাল মৃত্যুর কারণে এই জীবন বছর হারিয়ে গেছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বার্ষিক বিশ্ব পরিসংখ্যান প্রতিবেদনে হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ (এনসিডি) থেকে ফুলে যাওয়াও জীবন বছর হারিয়ে যাওয়ার অন্যতম কারণ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত পরিসংখ্যানের উপর ভিত্তি করে সবচেয়ে নাটকীয় এই তথ্য পাওয়া গেছে।
করোনা মহামারি বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং দাপ্তরিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী মহামারিতে ৭০ লাখ মানুষ মারা গেছে। অবশ্য বাস্তব সংখ্যা ২ কোটির কাছাকাছি বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে, শুধুমাত্র এই দুই বছরে কোভিডের ফলে বিশ্বব্যাপী ৩৩ কোটি ৬৮ লাখ জীবন বছর হারিয়ে গেছে। মহামারি না হলে এই জীবন বছর ক্ষয় হতো না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ও বিশ্লেষণ প্রধান সহকারী সামিরা আসমা বলেছেন, ‘এটি প্রতিটি অতিরিক্ত মৃত্যুর জন্য ২২ বছর জীবন হারানোর মতো।’