ইউক্রেন যুদ্ধ
রাশিয়াকে বাদ দিয়ে শান্তি সম্মেলন আয়োজন করছে সৌদি

ইউক্রেনে শান্তির উপায় বের করতে আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ইউক্রেন, এর পশ্চিমা মিত্রদেশ এবং ভারত ও ব্রাজিলসহ প্রধান উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে অগাস্টে ইউক্রেইন শান্তি সম্মেলন আয়োজন করছে সৌদি। আগামী মাসের প্রথম সপ্তাহে জেদ্দায় এই আলোচনা হতে পারে এবং এতে প্রায় ৩০ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিতে পারেন।
ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এ খবর জানিয়েছে। রাশিয়া বিহীন এই সম্মেলনে শান্তি প্রক্রিয়ায় ইউক্রেইনের অনুকূলে আন্তর্জাতিক সমর্থন মিলবে বলেই আশা করছে ওয়াশিংটন এবং ইউরোপ।
আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু
৫ ও ৬ অগাস্টের এ সম্মেলনে ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি এবং জাম্বিয়াসহ ৩০ টি দেশের উর্ধ্বতন কর্মকর্তারা জেদ্দায় সমবেত হবেন বলে সংশ্লিষ্ট কূটনীতিকদের বরাত দিয়ে জানানো হয়েছে প্রতিবেদনে।
ইউক্রেইন ও রাশিয়া উভয়ই বলেছিল, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন
ইউক্রেইন চায়, ১৯৯১ সালে তাদের সীমানা যেমন ছিল সেটিই পুনর্বহাল হোক। তবে ইউক্রেইনের এই দাবির ঘোর বিরোধী রাশিয়া। মস্কো বলছে, আলোচনার জন্য কিইভকে তার দেশের ‘নতুন ভূখন্ডগত বাস্তবতা’ মেনে নিতে হবে।
আমন্ত্রিত দেশগুলোর মধ্যে কতগুলো দেশ সম্মেলনে যোগ দেবে তা এখনও স্পষ্ট নয়। যদিও জুনে কোপেনহেগেনে একই ধরনের আলোচনায় যোগ দেওয়া দেশগুলো আবার এ বৈঠকে যোগ দেবে বলেই মনে করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি যেসব দেশ নিশ্চিত করে জানিয়েছে তাদের মধ্যে আছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড এবং ইইউ এর দেশগুলো। এছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্মেলনে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে।