যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায়। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায়। ছবি: এএফপি

ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল প্লেন দুর্ঘটনায় পড়েছে। প্লেনটি কিছু সময় পরই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে মেডিকেল প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর সিবিএস নিউজের।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ৪ জন ক্রু ও ২ জন যাত্রী ছিলেন। এক যাত্রী ছিলেন এক শিশু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। কয়েকজন নিরীহ নিরপরাধ মানুষ হারিয়ে গেলেন। আমরা ইতোমধ্যে সেখানে সরকারি উদ্ধারকারী বাহিনীর লোকজন পাঠিয়েছি। ঘটনার পর প্রথম যারা এগিয়ে এসেছিলেন, তাদের প্রশংসা প্রাপ্য।”

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলি দেখা গেল।

ঘটনাস্থলে প্লেনের টুকরো রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ ঘটনায় প্লেন দুর্ঘটনায় কিছু স্থানীয় মানুষ পোড়া আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।