বাংলাদেশ সীমান্তের কাছে রাফাল জেট মোতায়েন করল ভারত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ৩০ মে ২০২৫ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্ত শিলিগুড়ি করিডোরে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফাইটার জেট ও এস-৪০০ মোতায়েন করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এই অঞ্চলকে ‌'চিকেনস নেক' বলা হয়ে থাকে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমে আসলেও এখন চীন ও বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে ভারত। সম্প্রতি চীনা সামরিক বাহিনী ভারত-ভুটান সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে আর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাও ভারতের প্রতিকূলে গেছে। সবকিছু মিলে সতর্ক অবস্থান নিয়েছে দিল্লি।

জি নিউজ দাবি করে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। ভূরাজনীতির এই পরিবর্তন গুরুত্ব সহকারে দেখছে ভারত। পূর্বাঞ্চলীয় এলাকায় ১০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ড্রোনও মোতায়েন করেছে তারা।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

প্রতিবেদনে আরও বলা হয়, শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থানের মাধ্যমে ভারত তার শক্তি প্রদর্শন করছে বরং একটি কৌশলগত বার্তাও দিচ্ছে যে- উত্তর (চীন) বা পূর্বে (বাংলাদেশ) যে কোনও দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করা হবে।