মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
জাতীয় সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে গেরিক হাসপাতাল থেকে রোববার (৮ জুন) রাত ১টা ১০ মিনিটে দুর্ঘটনার বিষয়ে জরুরি কল আসে। গেরিকের বানুনে ইস্ট-ওয়েস্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি তেরেঙ্গানুর জের্টিহ থেকে পেরাকের তানজুং মালিমে যাচ্ছিল।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন
জানা গেছে, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং পেরোদুয়া আলজা মাল্টি-পারপাস গাড়ির সংঘর্ষ হয়। এতে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের ব্যাপারে চিকিৎসকরা উদ্বিগ্ন।