ইসরায়েলে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

ছবিঃ সংগৃহীত
ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে এ তথ্য জানান। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এ হামলার সমন্বয় করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় বড় জমায়েত, জনগণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, জমায়েত, কর্মক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভবনে এসব বিধিনিষেধ থাকবে। এক বিবৃতিতে আইডিএফ এসব বিধিনিষেধের কথা জানিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন