পাকিস্তানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ৬:০৯ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে ভোররাতে ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটের দিকে এই ভূমিকম্পটি দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এটি ছিল অপেক্ষাকৃত অগভীর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি হয় বেলুচিস্তানের বারখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ ইন্তেকাল করেছেন

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে। পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্ব দিকে, যেখানে মাটির ২৮ কিলোমিটার গভীরে কম্পনটি সংঘটিত হয়।

মুসাখেলসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোথাও প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: উপকূলের কাছাকাছি সুপার টাইফুন রাগাসা

উল্লেখ্য, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগেও ২০০৫ সালে আজাদ কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়। ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল প্রায় ৪০০ জনের। এছাড়া ২০২১ সালের অক্টোবরেও বেলুচিস্তানের হরনাই জেলায় ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ২০ জন।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রোববারের ভূমিকম্পটি বড় ধরনের ক্ষতি না করলেও বিশেষজ্ঞরা ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।