মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৫ | আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে ছিলেন জোটার ছোট ভাই আন্দ্রে জোটাও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন। দুর্ঘটনায় দু’জনেই নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মার্কা’র বরাতে জানা যায়, এ-৫২ মহাসড়কের ৬৫তম কিলোমিটারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যায় গাড়ি ও তার আশপাশের বনভূমির একটি অংশ। প্রত্যক্ষদর্শীদের ফোনে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। কিন্তু উদ্ধার ততক্ষণে দেরি হয়ে গেছে।

রদ্রিগোর দিকে নজর আর্সেনালেররদ্রিগোর দিকে নজর আর্সেনালের

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়োগো জোটা। তিন সন্তানের এই পরিবারে সদ্য এসেছিল নতুন অতিথিও—এবছরই জন্ম নেওয়া তাঁদের কন্যা সন্তানের নাম এখনো প্রকাশ করেননি তারা।

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন জোটা। অলরেডদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬টি। এ সময়ে ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ (২০২৪-২৫), এফএ কাপ ও লিগ কাপ শিরোপা (২০২১-২২ মৌসুম)।

পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ তারকা আরও খেলেছেন পাসোস ফেরেইরা, অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো ও উলভারহ্যাম্পটনের হয়ে। জাতীয় দলের জার্সিতেও ছিলেন নির্ভরতার নাম। পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ, সাবেক ক্লাব ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। লিভারপুল এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ক্লাব সূত্রে জানা গেছে, শিগগিরই এক শোকবার্তা দেওয়া হবে।