আন্তর্জাতিক বিমানবন্দরসহ আকাশসীমা খুলে দিল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আকাশসীমা পুনরায় চালু করেছে ইরান।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশসীমা ও বিমানবন্দর আবারও ফ্লাইট পরিচালনার জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে। এসব বিমানবন্দর সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

তবে ইসফাহান ও তাবরিজ বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলেই ওই শহরগুলো থেকেও ফ্লাইট চলাচল শুরু হবে।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

এর আগে, গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার জবাবে আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তেহরান। ইরানও পাল্টা প্রতিশোধ হিসেবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দীর্ঘ ১২ দিনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতির পর ধাপে ধাপে আকাশসীমা পুনরায় চালু করছে ইরান। ইতোমধ্যে পূর্বাঞ্চলের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আকাশপথে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হয়েছে বলেও জানিয়েছে দেশটি।