পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৩৪৪, খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ পরিস্থিতি

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তানের উত্তরাঞ্চল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৪৪ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার অভিযান। খবর জিও নিউজ।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে খাইবার পাখতুনখোয়ায়, যেখানে ৩২৮ জন নিহত হয়েছেন। এছাড়া গিলগিট বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল

স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোয়াত, বুনার, বাজৌর, বাটাগ্রামসহ বহু এলাকায় বাড়িঘর, দোকান ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার বুনার জেলার বেশন্ত্রি গ্রামে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জানাজা ও দাফনের ব্যবস্থা করতেও পাশের গ্রামের লোকজন এগিয়ে এসেছেন।

বুনারের ব্যবসায়ী নূর ইসলাম বলেন, “দুপুরে যখন গ্রামে পৌঁছাই তখন কোনো বাড়িই অক্ষত ছিল না। সন্ধ্যা নাগাদ আমি বহু জানাজায় অংশ নিয়েছি এবং নিজে ছয়টি কবর খুঁড়তে সাহায্য করেছি।”

আরও পড়ুন: দ্রুত শক্তি সঞ্চয় করে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিল হ্যারিকেন অ্যারিন

বিবিসি জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫০ কোটি টাকা।