আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

মালয়েশিয়ায় ২৪ লাখের বেশি কলিং ভিসার কোটা উন্মুক্ত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশি শ্রমিক নিয়োগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কলিং ভিসার কোটা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল মঙ্গলবার (১৯ আগস্ট) এ ঘোষণা দেন। এ সিদ্ধান্তকে মালয়েশিয়ার প্রায় সবকটি প্রধানধারার গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে: সার্ভিস খাতের হোলসেল ও রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং, এছাড়াও নির্মাণ খাতে (Construction Sector) শ্রমিক নিয়োগ সীমাবদ্ধ থাকবে কেবল সরকারি প্রকল্পের জন্য। আর উৎপাদন খাতে (Manufacturing Sector) অগ্রাধিকার পাবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) অনুমোদিত নতুন বিনিয়োগ।

আরও পড়ুন: রাশিয়ার দখলকৃত জাপোরিঝিয়ায় ইউক্রেনের ট্রেন হামলা, নিহত সন্দেহাতীত

এবারের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ থাকবে শুধু খাতভিত্তিক অনুমোদিত অফিসিয়াল এজেন্সিগুলোর জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি অথবা অন্যান্য এজেন্টের মাধ্যমে আবেদন করতে পারবে না।

আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি, পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যৌথ কমিটি (Joint Committee)।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে ২৪,৬৭,৭৫৬ জন বিদেশি শ্রমিক নিয়োগের কোটা চালু রয়েছে, যা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। এরপর থেকে শ্রমিক নিয়োগে কড়াকড়ি আরোপ করে দেশটির মোট জনশক্তির ১০% পর্যন্ত বিদেশি কর্মী রাখার সীমা নির্ধারণ করা হবে।

এ প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য কতটি কোটা বরাদ্দ থাকবে—সে বিষয়ে মালয়েশিয়ার সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনও সুনির্দিষ্ট তথ্য জানায়নি।