নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫৫ গ্রামবাসী

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে বোকো হারামের জঙ্গি হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা সশস্ত্র জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নিহতদের মধ্যে ছয়জন সেনাসদস্যও রয়েছেন। অনেক বাসিন্দা এখনও নিখোঁজ।
আরও পড়ুন: গাজায় একদিনে আরও ৬৮ নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার
গ্রামটির ঐতিহ্যবাহী প্রধান জানান, প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০টির বেশি বাড়ি ও ১০টি যানবাহন ধ্বংস হয়েছে। সামরিক সূত্র বলছে, বোকো হারামের কমান্ডার আলী গুলদের নেতৃত্বে এ হামলা হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, হামলার আগেই সেনাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনো বাড়তি বাহিনী পাঠানো হয়নি। ফলে গ্রামবাসী ও সেনারা বাধ্য হয়ে বামা শহরে পালিয়ে যায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ ঘোষণা ট্রাম্পের
২০০৯ সাল থেকে বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সহিংস কার্যক্রম চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত ও ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে। বিভক্ত সংগঠন আইএসডব্লিউএপি সাম্প্রতিক বছরগুলোতে হামলার প্রধান চালক হয়ে উঠেছে।