দোহায় হামলার আগে কাতারকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার আগে দোহাকে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে কাতারকে এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফ উইটকফের মাধ্যমে দোহাকে এ বিষয়ে অবহিত করেন। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: কাতারে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প, নেতানিয়াহুর সিদ্ধান্ত বলে দাবি
লিভিট জানান, হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে ফোন করে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে তাদের ভূখণ্ডে এ ধরনের ঘটনা ঘটবে না।
প্রসঙ্গত, কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং হামাস-ইসরায়েল যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রাখছে।
আরও পড়ুন: কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬, লক্ষ্যবস্তু ছিলেন হামাস নেতারা
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গতকাল মঙ্গলবার দোহায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে গোষ্ঠীটির শীর্ষ নেতারা অক্ষত আছেন বলে দাবি করেছে হামাস।
লিভিট বলেন, হামাসকে দুর্বল করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলেও দোহায় এই হামলা সে উদ্দেশ্য সফল করবে না।