গাজায় আরও ৯১ ফিলিস্তিনি নিহত, ট্রাম্পের যুদ্ধবিরতির আশার কথা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৮ জন। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা তাদের সমালোচিত স্থল অভিযান আরও তীব্র করেছে।

মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। এ ছাড়া গাজার আল-আওদা হাসপাতাল জানিয়েছে, ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

গাজার সবচেয়ে বড় শহরে ইসরায়েলের তীব্র হামলায় লাখো ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। চারপাশ থেকে গুলিবর্ষণ, আটকা পড়া মানুষ এবং অনাহার—এ অবস্থায় মানবিক বিপর্যয় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, গাজা নিয়ে একটি চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা বলেন, তাদের কাছে এখনো কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে ইসরায়েলও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট স্পষ্ট করেছে—হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ থামানো হবে না।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।