গাজাগামী ফ্লোটিলা আটক, ইতালিসহ ইউরোপে বিক্ষোভ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটক করেছে ইসরায়েল। এই খবর প্রকাশের পর রাতেই ইতালির একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়। খবর আল জাজিরার।

দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রাজধানী রোমের টার্মিনি রেলস্টেশনের আশপাশে প্রতিবাদকারীরা জড়ো হলে পুলিশ তাদের ঘিরে ফেলে।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তাম্বুলেও হাজারো মানুষ রাজপথে নেমে আসেন।

প্রায় ৪৫টির বেশি জাহাজ নিয়ে গঠিত সুমুদ ফ্লোটিলায় আছেন প্রায় ৫০০ জন প্রতিনিধি, আইনজীবী, সংসদ সদস্য ও কর্মী। এতে একটি ইতালীয় দলও রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

তারা ওষুধ ও খাদ্য সরবরাহ নিয়ে গাজায় পৌঁছে অবরোধ ভাঙার চেষ্টা করছেন। তবে ইসরায়েল তাদের বারবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।