গাজা উপকূলের কাছে পৌঁছেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’
ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটক প্রচেষ্টা সত্ত্বেও গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে মানবিক সাহায্যবাহী বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে নৌবহরটি গাজা উপকূল থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমে ভূমধ্যসাগরে অবস্থান করছিল।
এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২১টি জাহাজ আটক করেছে, যেগুলোতে প্রায় ২ শতাধিক আরোহী ছিলেন। তবে এখনও প্রায় ৩০টি জাহাজ গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) হামলা চালালেও ফ্লোটিলা গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম তুর্কি নৌযান ‘কনসায়েন্স’-এ অবস্থান করছেন। এ জাহাজে তুরস্ক ও আজারবাইজানের কর্মীরাও রয়েছেন। এটি এখনও গাজামুখী যাত্রায় রয়েছে এবং আইডিএফ কর্তৃক আটক হয়নি।
ইসরায়েলি ড্রোন দিয়ে নৌবহরগুলোকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। মাঝে মাঝে ওয়াটার ক্যানন দিয়ে আক্রমণ, জাহাজে ধাক্কা ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে আইডিএফ। কয়েকটি নৌকা ডুবিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। আটক যাত্রীদের ইসরায়েলের অ্যাশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিক পানিতে এসব ঘটনা ঘটানো হওয়ায় এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, কোনোভাবেই এই নৌবহরকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি এই মিশনকে “প্রতারণা” আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি হামাসকে সমর্থনেরই একটি প্রচেষ্টা।





