ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে সিনেটে রেজোল্যুশন পাস

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোল্যুশন পাস করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সিনেটে রেজোল্যুশনটি ভোটের জন্য তোলা হলে ৫১ জন সদস্য পক্ষে, ৪৭ জন বিপক্ষে ভোট দেন। ২ জন সিনেটর ভোটদানে বিরত থাকেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়িয়েছে কুয়ালালামপুরে

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির চারজন সিনেটর নিজ দলের প্রেসিডেন্টের বিরোধিতা করে রেজোল্যুশনের পক্ষে ভোট দেন।

তারা হলেন— কেন্টাকির দুই সিনেটর র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার লিসা মুরকৌওস্কি এবং মেইনের সুসান কলিন্স।

আরও পড়ুন: তানজানিয়ায় নির্বাচনী বিক্ষোভে নিহত প্রায় ৭০০: দাবি বিরোধী দলের

গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন, যাকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে অভিহিত করেছিলেন। তবে শুরু থেকেই তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ডেমোক্রেটিক পার্টিসহ বাণিজ্য বিশেষজ্ঞরা।

শুল্কনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (Court of International Trade) মামলা হয়, যেখানে অভিযোগ তোলা হয়— ট্রাম্প প্রশাসন ১৯৭৭ সালের International Emergency Economic Powers Act (IEEPA)-এর অপব্যবহার করেছে।

এই আইনে বলা আছে, কোনো দেশের ওপর শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে, যদিও জরুরি অবস্থায় প্রেসিডেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন।

আদালত ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করলেও, পরদিন ফেডারেল আপিল আদালত সেটি স্থগিত করে অস্থায়ীভাবে পুনরায় কার্যকর রাখার আদেশ দেয়।

এদিকে সিনেটে ভোটের পর ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন বলেন, আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করবেন। আজকের ভোটে তার নিজের দলের মধ্যেও বিভক্তি স্পষ্ট হয়েছে।

ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে তার নিজ দলের সদস্যদের ভোট দেওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবার ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে রিপাবলিকান দলের চারজন সিনেটরের ভোট দেওয়া।