গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের সমর্থন, প্রত্যাখ্যান হামাসের
ফিলিস্তিনের গাজা পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে তৈরি যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। যদিও গাজার নিয়ন্ত্রণকারী দল হামাস এ প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।
বিবিসি ও আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স, সোমালিয়া–সহ অধিকাংশ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। কোনো দেশ সরাসরি বিরোধিতা না করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
খসড়া প্রস্তাব অনুযায়ী, গাজায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, কয়েকটি দেশ ইতোমধ্যে বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে, যদিও দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
হামাস এই পরিকল্পনাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, প্রস্তাবটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ এবং গাজায় আন্তর্জাতিক নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার চেষ্টা। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাহিনীকে “নিরস্ত্রীকরণ কার্যক্রমের দায়িত্ব দেওয়া” নিরপেক্ষতা নষ্ট করবে এবং প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার প্রচেষ্টা বাড়াবে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
প্রস্তাবিত আইএসএফ–এর অন্যতম প্রধান দায়িত্ব হবে হামাসসহ সব অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুটগুলো সুরক্ষিত রাখা। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে, এসব বাস্তবায়নের জন্য হামাসকে অস্ত্র জমা দিতে হবে এবং বাহিনী ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এছাড়া গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কথাও উল্লেখ আছে, যা পূর্বের হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী থেকে আলাদা হবে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো অপসারণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হিসেবে কাজ করবে।





